
উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল দুপুর সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ পর্যন্ত অবরোধ করেন তারা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এর আগে সকাল পৌনে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও অনুষদ ভবনগুলো প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে মহাসড়কে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতৃত্বে বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সেখানে শিক্ষার্থীরা ভিসি ভিসি চাই দুর্নীতিমুক্ত ভিসি চাই, ভিসি ভিসি চাই বিশ্বমানের ভিসি চাই, ঢাবি, রাবি ভিসি পায় ইবি কেন পিছিয়ে যায়সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা আজকের মধ্যেই উপাচার্য নিয়োগের দাবি জানান। এমনকি আজকের মধ্যে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি না হলে অবরোধ তুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, সেশনজটে এমনিতে আমরা প্রতিনিয়ত পদদলিত হচ্ছি। এর মধ্যে উপাচার্য নিয়োগের দীর্ঘসূত্রিতার কারণে আরো সেশনজট বাড়ছে। আমাদের দাবি আজকের মধ্যেই উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে। তা না হলে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে অনির্দিষ্টকাল অবরোধের জন্য প্রস্তুত থাকেন।
উপাচার্য নিয়োগ দেওয়া না পর্যন্ত কোন গাড়ি চলতে দেওয়া হবে না। তবে কোন দুর্নীতিবাজকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে ছাত্রসমাজ তা মানবে না। তাই সৎ, যোগ্য, একাডেমিশিয়ান ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দেন। বিগত ১৫ বছর দুর্নীতিবাজদের পদতলে পড়ে আমরা পিষ্ট হয়েছি আর আমরা পিষ্ট হতে চাই না।
সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, সরকার উপাচার্য নিয়োগে কেন বিলম্ব করছে তা আমাদের বোধগম্য নয়। অথচ বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। শুধু উপাচার্য দিলেই হবে না বরং সৎ, যোগ্য ও শিক্ষার্থীবান্ধব কাউকে নিয়োগ দিতে হবে। যিনি দুর্নীতি নয় শিক্ষার্থীদের নিয়ে ব্যস্ত থাকবেন। যার দুর্নীতির রেকর্ড নয় শিক্ষার্থীবান্ধব রেকর্ড তৈরি হবে।
সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা যে বৈশিষ্ট্যের উপাচার্য চেয়েছি সেই বৈশিষ্ট্যের উপাচার্য নিয়োগ দেওয়া না হলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। তাকে ক্যাম্পাসে আগে থেকেই অবাঞ্ছিত ঘোষণা করছি। সরকার কেন বিলম্ব করছে আমরা তা বুঝতে পারছি না। আজকের মধ্যেই যদি উপাচার্য নিয়োগ দেওয়া না হলে অনির্দিষ্টকাল অবরোধের জন্য প্রস্তুত থাকেন।
এর আগে গত ২০ ও ২১ সেপ্টেম্বর একই দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর