জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসকে ছাত্র- শিক্ষক সকলের জন্য একটি সেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। প্রক্টর অফিস নিয়ে সকলের মাঝে যে বিরূপ ধারনা তৈরি হয়েছিলো সে ধারনাকে পাল্টে দেওয়ারও ঘোষণা দেন তিনি।
রবিবার (২২ সেপ্টেম্বর) প্রক্টরের দায়িত্ব গ্রহণের সময় তিনি এসব কথা বলেন।
দায়িত্ব গ্রহনের পর প্রক্টর অফিসের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা নিজেদের প্রস্তুত রাখবো। প্রক্টর অফিস নিয়ে বিগত দিনে শিক্ষার্থীদের মাঝে যে বিরূপ ধারনা তৈরি হয়েছে সেগুলো আমরা আমাদের কাজের মাধ্যমে সে ধারনাকে পরিবর্তন করে দিয়ে সকলের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সকল ধরনের সমস্যা আমরা সমঝোতার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করবো। কোন শিক্ষার্থী যেন কোন ভাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক অফিস আদেশের মাধ্যমে ড. মুহাম্মদ তাজাম্মুল হককে প্রক্টর হিসেবে নিয়োগ দেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর