নাটোরের বাগাতিপাড়ায় বিএডিসি সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতের কোন এক সময়ে উপজেলার জামনগর ভিতর ভাগ মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিতর ভাগ মাঠে বিএডিসির একটি সেচ প্রকল্পের জন্য তিনটি ট্রান্সফরমার লাগানো ছিল। শনিবার রাতের কোন এক সময় তিনটি ট্রান্সফরমারেরই খোল রেখে ভিতরে থাকা পিতল ও তেল চুরি করে নিয়ে গেছে।
এছাড়া ওই সেচ প্রকল্পের ভরসায় এই মাঠে প্রায় দুইশত বিঘা জমিতে কৃষকেরা ধান চাষ করেছেন। এখন ওই ট্রান্সফরমার চুরি হওয়ায় প্রয়োজনের সময় ধানের জমিতে পানি সেচ দিতে না পারলে ক্ষতিগ্রস্ত হবেন। তাই অতি দ্রুত পুনরায় ট্রান্সফার সংযোজনের দাবিও জানান তাঁরা।
এ বিষয়ে বাগাতিপাড়ার বিএডিসি সেচ প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় কমিটির সদস্যদের এবং বিএডিসি প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। যতদ্রুত সম্ভব ট্রান্সফরমার পুনঃস্থাপনের ব্যবস্থা করা হবে।
বাগাতিপাড়া পল্লি বিদ্যুতের এজিএম মঞ্জুর রহমান বলেন, তাঁরা শুধু ওই প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। ট্রান্সফরমার বিএডিসি কর্তৃপক্ষের। তারা সেগুলো সরবরাহ করলে দ্রুতই পুনরায় সংযোগ দিয়ে দিবেন তাঁরা।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বেনজির আহমেদ বলেন, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর