নড়াইলে বিএনপি ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে আওয়ামী অনুপ্রবেশকারিদের নিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার হবখালি ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামে ৫টি পরিবারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় আন্তত তিন নারীকে আহত করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।
সরেজমিন বিলডুমুরতলা গ্রামে গিয়ে দেখা গেছে, বিভিন্ন বাড়ির টিনের বেড়া কুপিয়ে ছিন্নভিন্ন করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ঘরের বিভিন্ন আসবাবপত্র। ভুক্তভোগীরা জানায়, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হবখালি ইউনিয়ন বিএনপির সভাপতি বিলডুমুরতলা গ্রামের মো. হুমায়ুন মোল্যা এলাকায় একক অধিপত্য বিস্তার করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে টানেন। এনিয়ে স্থানীয় বিএনপির ত্যাগি নেতাকর্মীদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এরই জেরে গত শনিবার (২১ সেপ্টম্বর) সকালে পরিকল্পিত ভাবে হামলার চালানো হয় হবখালি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বিলডুমুরতলা গ্রামের একলাজ মোল্যা, সেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক হাফিজুর মোল্যা, যুবদল নেতা সোহেল মোল্যাসহ পাঁচটি পরিবারের বাড়িঘরে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপি সভাপতি হুমায়ুন মোল্যার নেতৃত্বে এলাকার চিহ্নিত আওয়ামী ক্যাডাররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। হামলা চালিয়ে বাড়িঘরের ব্যাপক ক্ষতি সাধনসহ বাড়ির মালামাল লুটে নেয়। হামলায় তিন নারী আহত হয়। ভুক্তভোগীরা এ হামলার বিচার দাবি করেছেন।
বাড়িঘরে হামলার নেতৃত্ব দেয়ার অভিযোগ সম্পর্কে হবখালি ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যাকে জিজ্ঞাসা করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন, তার সঙ্গে ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকুর মধ্যে গ্রæপিং রয়েছে। এই গ্রæপিংকে কেন্দ্র করে টিংকুর সমর্থকরা নিজেদের বাড়িঘর ভাঙচুর করে তার উপর দায় চাপাচ্ছে। এছাড়া আওয়ামী লীগের কাউকেই দলে নেয়ার অভযোগও তিনি অস্বীকার করেন।
এদিকে,স্থানীয় যুবদল নেতা সোহেল মোল্যা বাদী হয়ে গত শনিবার রাতে ১০জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে চেষ্ট চলছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর