জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ডিবেট ক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আকরাম শেখকে সভাপতি ও আবদুল কাহহার সিদ্দিকী জামিলকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। আকরাম শেখ ও আবদুল কাহহার সিদ্দিকী জামিল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড.মুহাম্মদ জামির হোসেন এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
কমিটির সহ-সভাপতি হিসেবে মনিজা ইয়াসমিন, নুরুন্নাহার তৃষা,মো. অন্তর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত তাসনিম আনিকা,তানিয়া জান্নাত,মোছা:মোহিনী খাতুন, মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ নাফিজ,অর্থ সম্পাদক মো. পলাশ,দপ্তর সম্পাদক মো. নাজমুল ইসলাম, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক সাদিকা ইসলাম রাকা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জবি রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ড.আবুল কালাম মো. লুৎফর রহমান,জবি ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা ।
সাধারণ সম্পাদকের বক্তব্যে আবদুল কাহহার সিদ্দিকী জামিল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিগত সময়ে তাদের গবেষণা এবং উদ্ভাবনী কাজে দেশের সেরা অবস্থা দখল করেছে। উদ্ভাবনী কাজ ছাড়াও বিতর্ক, খেলাধুলা, সমাজসেবামূলক কাজ ছাড়াও আরও অনেক কাজে রসায়ন বিভাগ অংশগ্রহণ করে থাকে। রসায়ন বিভাগের সেই কাজের একটা অংশ ডিবেটিং ক্লাব। আমি পূর্বে এই ক্লাবের সদস্য এবং এখন মেইন দায়িত্ব পেয়েছি। আশা করি আগামীতে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন সহ সব শিক্ষার্থীদের এই ফিল্ডে দক্ষতা বৃদ্ধিতে কাজ করব।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর