কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণিত বিভাগের প্রফেসর ড. মো. আবদুল হাকিম-কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন- ২০১৩ এর তফসিলের ১৫ (১) ধারা অনুযায়ী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এ বিষয়ে নবনিযুক্ত প্রক্টর ড. আব্দুল হাকিম বলেন, প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ স্থান হয়ে উঠে। এ ক্ষেত্রে আমি শিক্ষার্থী থেকে শুরু করে সকলের সহযোগিতা চাই। আমার বসার স্থান প্রক্টর অফিস নয়, এটি হয়ে উঠবে শিক্ষার্থীদের সেবা প্রদানের জায়গা।
উল্লেখ্য, এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মত এ দায়িত্ব পালন করবেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর