জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট হামলা, হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুলি করে আহত করার অভিযোগে ৮৬ জনের নামে জয়পুরহাট সদর ১ম আমলি আদালতে সোমবার (২৩ সেপ্টেম্বর) একটি মামলা দায়ের করেছেন ইমন হাসান নামে এক ব্যক্তি। বাদির পক্ষে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডঃ আহসান হাবীব চপল মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী আহসান হাবীব চপল জানান, জয়পুরহাট সদর ১ম আমলি আদালতের বিচারক মোঃ ইসমাইল হোসেন মামলাটি গ্রহন করে এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়পুরহাট থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ ই এম মাসুদ রেজা, মোহাম্মাদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বড়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর সহ ৮৬ জন আসামি করা হয়েছে ওই মামলায় ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) জয়পুরহাট সদর উপজেলার কাদেরমন্ডল পাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে ইমন হাসান বাদী হয়ে মামলাটি করেন।
বাদীর আইনজীবী আহসান হাবীব চপল বলেন , গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে শহরের বাটারমোড় এলাকায় গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমানোর জন্য সশস্ত্র অবস্থায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর সশস্ত্র হামলা ও গুলি চালায়। এতে মামলার বাদী ইমন হাসান বাম হাতে ও পায়ে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বাম কানসহ দুচোখে আঘাত প্রাপ্ত হন। এছাড়া ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক কর্মী গুরুতর আহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার ৪৯ দিন পর গুলিবিদ্ধ ইমন হাসান বাদী হয়ে জয়পুরহাট সদর ১ম আমলি আদালতে ৮৬ জনের নামে একটি মামলা দায়ের করেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে মামলা দায়ের করতে দেরি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, মামলার বাদী ইমন হাসান ৪ আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে সোমবার জয়পুরহাটের নেতৃস্থানীয় কিছু ব্যক্তিসহ ৮৬ জনের নামে সদর আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে শুনেছি এখনও কাগজপত্র পাইনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর