সম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলার ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে শিক্ষার্থীসহ ৪ জনকে হত্যা, অগ্নিসংযোগ ও শান্তিপূর্ণ অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা প্রদানের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে মশাল মিছিল শুরু করে ধর্মঘর এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুুষ্ঠিত হয়। পথসভা বক্তব্য রাখেন, সুজন ত্রিপুরা, আথুই মারমা, অংসাহ্লা মারমা, আনু মারমা, মিলি মারমা প্রমুখ। সংক্ষিপ্ত পথসভা শেষে পুনরায় কলেজের সামনে গিয়ে মশাল মিছিল শেষ হয়।
পথসভায় বক্তারা বলেন, হামলা, খুন নির্যাতন করে ছাত্র-জনতার আন্দোলন দমিয়ে রাখা যাাবে না। এসময় পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর