
জয়পুরহাট জেলা শহরের পুরানাপৈল রেলগেট এলাকায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২ টায় সময় অল্পের জন্যে রক্ষা পায় ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী।
জয়পুরহাট রেলওয়ের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, পুরানাপৈল রেলগেট দিয়ে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিও পাঁচবিবি স্টেশন ছেড়ে আসে। অবস্থা বেগতিক দেখে গেটম্যান লাল পতাকা প্রদর্শন করে ট্রেনের গতিবেগ থামানোর চেষ্টা করে। এরপরেও ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ ভেঙে যায়। এতে কেউ আহত বা নিহত না হলেও অল্পের জন্যে রক্ষা পায় দ্রুতযান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের শতশত যাত্রী। দুর্ঘটনার পর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট রেলওয়ে স্টেশন পৌঁছালে পরিদর্শন শেষে ট্রেনের কোন ক্ষতি হয়নি বলে জানান স্টেশন মাস্টার রেজাউল করিম।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো সহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। তবে কোন আহত বা নিহত হওয়ার খবর নেই বলে নিশ্চিত করেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর