ক্ষমতার অপব্যবহার করে সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাই ভিন্ন নামে দুজনে চারটি এনআইডি ব্যবহার করতো।যা তদন্ত করে বল্ক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে এখন থেকে এসব জাতীয় পরিচয়পত্রে দিয়ে কোনো সেবা পাবে না জেনারেল আজিজের দুই ভাই।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন(ইসি)সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব বলেন,তদন্ত করে দুই ভাইয়ের চারটি এনআইডি কার্ড পাওয়া পেয়েছি । সেটা নিয়ম অনুযায়ী লক করে দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগ ওঠে। ফলে তাদের চারটি এনআইডিই ব্লক করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে। ফলে এনআইডি যাচাই সংক্রান্ত কোনো সেবা আর তারা পাবেন না।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর