বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আদর্শ সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮ টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা আগামী ৩ মাসের মধ্যেই তাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব কর্তৃক কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হোচ্চামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, রাচিয়া বাল্বের ইসলামিয়া ডিএস আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, আলেকজান মেমোরিয়াল হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর