
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। উপজেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা কর্তৃক এই স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এ সময় প্রায় আধঘণ্টা মানববন্ধন শেষে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম সহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর