
হালুয়াঘাটে চালতা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় জসিম উদ্দিন (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জসিম উপজেলার শাকুয়াই ইউনিয়নের পিকা গ্রামের মৃত মমরোজ আলীর ছেলে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাড়ীর চালতা গাছে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন,পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর