
সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামে সংঘর্ষ। ঘণ্টাখানেক এর সংঘর্ষে আহত প্রায় শতাধিক। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক যানবাহন বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া ও উসালিয়া পাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ চলে। শুরু থেকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরাইল থানা পুলিশ পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন । বিকেল তিনটায় বিভিন্ন এলাকার লোকদের সহযোগিতা পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বড্ডা পাড়া গরু বাজারের পাশের রাস্তায় মোটর সাইকেল চালক উসালিয়া পাড়া গ্রামের মো. বাদশা আলমঙ্গীর মিয়ার ছেলে আমান মিয়া ও বড্ডা পাড়া গ্রামের মৃত মো, তাহাজ্জত আলী, ছেলে ভ্যান চালক মো. এরশাদ মিয়া’র মধ্যে বাক বিতণ্ডা হয় । এক পর্যায়ে তারা গ্রামে গিয়ে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টা তিনেক সংঘর্ষে দু’গ্রাম বাসীর মধ্যে আহত হয় প্রায় শতাধিক।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিডি২৪লাইভক্র বলেন, সকাল ১২টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় এখনো কোনো মামলা হয়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর