জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘গণপরিসরে আদিবাসী শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সমাজবিজ্ঞান অনুষদের নিচতলার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী কারা; কেন তাদের আদিবাসী নয়, বরং ‘উপজাতি’ কিংবা ‘ক্ষুদ্র—নৃগোষ্ঠী’ হিসেবে শাসকগোষ্ঠী পরিচয় করিয়ে দিতে চায়; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রে বাংলাদেশ স্বাক্ষর না করার কারণ, ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের পর আদিবাসী প্রশ্নে রাষ্ট্রের অবস্থান পরিবর্তন হবে কিনা; পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালিদের সাথে আদিবাসীদের দ্বন্দ্বের কারণ কী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে আলোচক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল সুমন এবং সাংবাদিক সৈয়দ ফায়েজ আহমেদ।
সেমিনারের শুরুতে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন, ‘দেশের সাম্প্রতিক ইস্যুতে আদিবাসী প্রশ্নে জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়া ভুল ধারণার অবসান করতে আমাদের এই আয়োজন।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর