
জয়পুরহাট জেলায় এবার ২শ ৮৯ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দূর্গোৎসবকে সামনে রেখে জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন চলছে সাজ সাজ রব।
দুর্গোৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১২ টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দিন জাহাঙ্গীর সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ গ্রহন করেন জয়পুরহাট সেনাক্যাম্পের মেজর রেজা, পুলিশ সুপার আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিয়ে কথা বলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক এ্যাড: নন্দকিশোর আগরওয়ালা, সাবেক সভাপতি শ্যামল সাহা, কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সভাপতি রতন কুমার খাঁ, কালাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি মনীশ চৌধুরী প্রমূখ।
৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে এই ধর্মীয় উৎসব শুরু হবে বলে জানান, জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিবমন্দির কমিটির সাধারন সম্পাদক রাজ কুমার খেতান। প্রতিটি মন্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য পুলিশ, আনসার, সাদা পোষাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি পুলিশ ও র্যাবের টহল দল থাকবে বলে সভায় জানান পুলিশ সুপার আবদুল ওয়াহাব। এ ছাড়াও শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতও সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে বলে সভায় জানানো হয় । দূর্গোৎসব সফল করতে পুলিশের একটি মনিটরিং টীমও গঠন করা হয়েছে।
সনাতন হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গোৎসব উদযাপনে দুর্গা মন্ডপ গুলোকে সাজানো হচ্ছে মনোরম সাজে। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে প্রতিমা তৈরি মনিটরিং ও পাহারার ব্যবস্থা করবেন।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে জেলায় এবার ২শ ৮৯টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ১১৩ টি, কালাই উপজেলায় ২৩ টি, ক্ষেতলাল উপজেলায় ৩৯ টি , আক্কেলপুর উপজেলায় ৩৮ টি ও পাঁচবিবি উপজেলায় ৭৬ টি। ইতোমধ্যে মন্ডপ গুলোকে মনোরম সাজে সাজানোসহ অন্যান্য প্রস্তুতি মূলক কাজ চলছে বলে জানান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব এ্যাড: স্বপন তালুকদার।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর