
দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল ফারুক। এর আগে তিনি নীলফামারী জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার(২৫ সেপ্টেম্বর) বিকালে সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এর আগে গেল (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা) হাসিবুল হাসান স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেওয়া হয়।সাবেক নোয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর মোহাম্মদ আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ আব্দুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন।
নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিনি কমান্ডেন্ট, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী জেলায় কর্মরত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর