
জয়পুরহাট রেলগেটের উত্তরপাশে ১২০ মিটার পর থেকে রেলগেটের প্রশস্তকরণ কাজের অংশ হিসেবে বুধবার সকাল ১১ টা থেকে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পাকশি রেলওয়ে প্রকৌশল বিভাগ।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পাকশী বিভাগীয় ভূ-সম্মতি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে নোটিশ দেওয়ার পরেও রেলের জায়গা দখলে রাখা ব্যক্তিরা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার বেলা ১১ টা থেকে উচ্ছেদ অভিযান চালানো শুরু হয়।
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছেন পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, পাকশী বিভাগীয় প্রকৌশলী বিরবল মন্ডল, হিলির উর্ধতন উপসহকারী প্রকৌশলী গোলাম মস্তোফা, রেলওয়ের পার্বতীপুর ফিল্ড কানুনগো সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।
উচ্ছেদ অভিযানে রেলওয়ে পুলিশ, সান্তাহার ও পাকশী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়াও রেলওয়ের শ্রমিকরা কাজ করছেন।
উচ্ছেদকৃত জায়গায় রেলের গেটম্যানদের থাকার জন্য ৩ ইউনিট বিশিষ্ট আবাস স্থল (গেটলজ) নির্মান করা করা হবে বলে জানান, পাকশী বিভাগীয় ভূ-সম্মতি কর্মকর্তা আব্দুর রহিম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর