
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সং ঘ র্ষ হয়েছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে'র একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন সং ঘ র্ষ কা রী রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের সোয়েটার কারখানার ঝুট ব্যবসার কোম্পানির ওয়ার্ক অর্ডার পেয়েছেন যুবদল নেতা পলাশ। এজন্য সকালে তার লোকজন কারখানায় ঝুট বের করতে যান। এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার লোকজন পলাশের লোকজনকে বাধা দেন।
একপর্যায়ে কৃষক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
সূত্র আরো জানায়, এ সময় উত্তেজিত শত শত নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। ভাঙচুর করেন তিনটি প্রাইভেটকারসহ বেশ কিছু গাড়ি। সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলি ও ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। ককটেল এবং ইট পাটকেলের আঘাতে আহত হন দুই গ্রুপের বেশ কিছু নেতাকর্মী। মোবাইল ফোন কেড়ে নেয়াসহ লা ঞ্ছি ত করা হয় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকেও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন নেতাকর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এছাড়া ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর