‘২৪-এর গণঅভ্যুত্থান: ম্যাস আপরাইজিং’ শীর্ষক দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে শুরু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) শুরু হওয়া এই প্রদর্শনী ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) এই প্রদর্শনীর আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সন্ধ্যায় প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় ডিইউপিএস-এর মডারেটর অধ্যাপক হাসান আল শাফী, সভাপতি মো. আসিফ হাসান, সাধারণ সম্পাদক তামজিদ আহমেদ নিঝুম এবং সোসাইটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার-অপেশাদার বেশকয়েকজন আলোকচিত্রীর ৮৯ টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ১৬টি গ্রাফিতি এবং জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন পত্রিকাও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। আগামীকাল শেষ দিনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সালাউদ্দিন/সাএ