সম্প্রতি সরকারি তিতুমীর কলেজে ফরম পূরণের বিজ্ঞপ্তি স্থগিত করে পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিটি বিভাগের জন্য ফি কমানো হয়েছে। আজ থেকে শিক্ষার্থীরা ফরম পূরণ শুরু করেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ফি কমানো বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল সতিকসাসের সাথে কথা বলেন।
অধ্যক্ষ জানান, যখন আমাদের শিক্ষার্থীরা বললো ফি বেশি নেওয়া হচ্ছে, তখন কলেজ প্রশাসন ২২ তারিখ সাথে সাথে আন্তরিকতার সাথে বিষয়টি গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে ফরম পূরণ ২২ তারিখের পরিবর্তে ২৫ তারিখে শুরু করি। আমরা খাতওয়ারি কোথায় কী খরচ হচ্ছে তা পর্যালোচনা করেছি। যৌক্তিকভাবে কিছু জায়গা থেকে আমরা টাকা কমাতে পেরেছি। সকল বিভাগের জন্য ৩১৫ টাকা কমানো হয়েছে। আমি মনে করি, শিক্ষার্থীদের জন্য কাজ করে আমরা সফল। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মন্ত্রণালয় থেকে খাতওয়ারি হিসাব আসে।
এছাড়া, অন্যান্য কলেজের তুলনায় তিতুমীর কলেজে ব্যয়ের হার বেশি হওয়ায় আমরা খুব বেশি খাত থেকে কমাতে পারিনি। শিক্ষার্থীরা যেমন রেড ক্রিসেন্ট, বহিঃক্রীড়া ইত্যাদি কিছু খাত সম্পর্কে প্রশ্ন তুলেছে, এগুলো নিয়ে কাজ করছি আমরা।
তিনি আরও বলেন, গতকাল রাত ১২টায় ফরম পূরণের ফি প্রদানের পোর্টাল চালু হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ফরম পূরণ শুরু করেছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
সালাউদ্দিন/সাএ