তানজির আহমেদ রাসেল (এন টিভি ইউরোপ) কে সভাপতি এবং সাইফুল ইসলাম সুমন (ভো রের কাগজ) কে সাধারণ সম্পাদক করে ১৯৯৮ সালে গঠিত জুড়ী প্রেসক্লাবের ২০২৪-২৬ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে পোস্ট অফিস রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান অনুযায়ী ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ইমরানুল ইসলাম (মানব জমিন), এম এম সামছুল ইসলাম (সংগ্রাম), এবিএম নুরুল হক (ন য়া দিগন্ত), এসএম জালাল উদ্দিন (আ লোকিত প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন (স ময়ের আলো), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (মা ইটিভি, সকালের সময়, বিডি২৪লাইভ), দফতর সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার (আ নন্দবাজার, পুণ্যভূমি), অর্থ সম্পাদক হাবীবুর রহমান খাঁন (সিলেট মিরর), প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান চৌধুরী (কালবেলা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেলাওয়ার হোসাইন (দৈনিক বাংলা), কার্যকরী সদস্য হারিস মোহাম্মদ (আমার দেশ), কল্যাণ প্রসূন চম্পু (প্র থম আ লো), আব্দুল বাছিত (ন য়া শতাব্দী), মাহমুদ উদ্দিন (মুক্ত খবর), কামরান হোসেন ( আ লোকিত সকাল) প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর