সিরাজগঞ্জে র্যাব-১২’র অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৩ হাজার ৩৮০ পিচ (৩,৩৮০) নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে সদর থানার রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খা’র ছেলে আকবর আলী (৬৩) ও উভয় জেলা ও থানার খামার তাহেরপুর গ্রামের সামু মিয়ার স্ত্রী শামীমা আক্তার (৩১)। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
তিনি জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে অস্থায়ী একটি চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর