সাভারের আশুলিয়ায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ২লাখ ৫৪ হাজার ৬৩ টাকাসহ ৪জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে, বুধবার রাতে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার পুটিজানা এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে মাহমুদ হাসান জালাল (৪৭), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার তালতলা এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. আব্দুল জব্বার (৫২), আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. সাবিকুল ইসলাম নাদিম (৩৭) ও কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার খেতাবখা এলাকার মৃত বাদশা শেখের ছেলে মো. এরশাদ আলী (২৭)। এসময় অজ্ঞাতনামা আরও ৩/৪ জন পালিয়ে যায়। আটকরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকার সাইদুরের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়ার ২ লাখ ৫৪ হাজার ৬৩ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর