ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে গালি ও কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই মানববন্ধন শুরু হয়। পরে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে একটি র্যালী নিয়ে জব্বারের মোড়ে অবস্থান নেয়। এসময় বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমানসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘নবীর আদবে চলব সব জুলুমাত রুখব’, ‘আল্লাহর এ দুনিয়ায় শাতিমে রাসুলের ঠাঁই নাই’, ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘রাসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন’ ‘বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান’ ‘তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ্’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মুসলমানদের আর ঘুমানোর সময় নাই এখন জেগে ওঠার সময়। আমরা প্রত্যেকেই যেন নিজের জীবনের চেয়ে রাসূল (সা.) এর প্রতি বেশি ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে পারি।
তারা আরোও বলেন, পৃথিবীর মধ্যে মহান ব্যক্তি হচ্ছেন আমাদের নবি (সাঃ)। আমাদের জীবন থেকে তাকে বেশি ভালবাসতে হবে। রাসুল (সা.) এর অবমাননার প্রশ্নে কোনো আপস নয়। বরং এ ব্যাপারে আপস করলে মুসলিম থাকার কোনো ইখতিয়ার নেই।
ইসলাম ধর্ম ও নবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত আগস্টে ভারতে সংবাদের শিরোনাম হয়েছিলেন রামগিরি মহারাজ নামে মহন্ত। এ ঘটনায় তাঁর নামে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন থানায় অন্তত ৫১টি লিখিত অভিযোগ করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। তাঁর সমর্থনে এ মাসের শুরুতে মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক নীতেশ রানে বলেন, ‘মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব।’
এমন মন্তব্যের প্রতিবাদ ও তাদের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশে ‘চলো মুম্বাই তেরঙা র্যালি’ কর্মসূচি পালন করে রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশ–ই–ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর