
যশোর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ ৫৭ হাজার ২শত ৬৩ টাকা মূল্যের মাদকদ্রব্য সহ বিভিন্ন ধরনের চোরাই পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি সদস্যরা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবি’র তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিল, ৯ বোতল বিদেশি মদ, ৪ কেজি গাঁজা, মোবাইল, মোটর সাইকেল ও আসামীসহ ৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ একজন আটক করা হয়।
আসামীকে চৌগাছা থানায় দেওয়া হয়েছে ও অন্যান্য মালামাল বেনাপোল কাষ্টমসে জমা এবং মালিকবিহীন অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর