
ওরিয়ন গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশ টিভি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাচ্ছে। বৈষম্য বিরোধী সরকারের সময়ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে মামলা কেন বলে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি তোলে সাংবাদিকরা।
সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ী ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় গতকাল ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে দেশ টিভির বিরুদ্ধে। মামলায় দেশ টেলিভিশন লিমিটেড, দেশ টেলিভিশনের প্রধান নির্বাহী আরিফ হাসান এবং টেলিভিশনটির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদকে বিবাদী করা হয়েছে। স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা না করতে আহ্বান জানান সাংবাদিকরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর