মেহেরপুরের গাংনীতে ৩৬ কেজি গাঁজাসহ রাহিব (৩৫) ওরফে রাকিব নামের এক মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর সিপিসি- ৩ র্যাব ১২ এর সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাকিব গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।
মেহেরপুর সিপিসি- ৩ র্যাব ১২ এর সহকারী পুলিশ সুপার এনামুল হক এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান,কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে রাহিব ওরফে রাকিবের বাড়িতে মাদক রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। (যার আনুমানিক মূল্য ১০,৮০,০০০ হাজার টাকা) এছাড়াও সেখান থেকে দুইটি হাসুয়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরপূর্বক তাকে গাংনী থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর