
সম্প্রতি বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমা নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে ফের কেন্দ্রীয় মসজিদে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীরা বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান, বিশ্বের মুসলিম এক হও লড়াই কর, বিজেপি নেতার দুই গালে, জুতা মারো তালে তালে প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে শিক্ষার্থীরা রাসূল (স.) এর কটূক্তিকারীদের শাস্তির বিষয়ে জাতিসংঘে পৃথক আইন পাশ ও বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এই বিষয়ে যথাযথ জবাব চাওয়ার দাবি জানান। এসময় শিক্ষার্থীরা বলেন, মুহাম্মদ (স.) ইজ্জত রক্ষার বিষয়ে আমাদের কোনো আপস ও ছাড় নেই। ভারতে নবি (স.) এর কটুক্তিকারীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে । মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকতে পারে তবে রাসূল (স.) কে অপমান করলে মুসলমানরা তাতে এক ও ছাড় দিতে নারাজ। রাসূল (স.) এর সম্মান মুসলমানরা জীবন দিয়ে রক্ষা করবে। আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না, তবে কটুক্তিকারীর বিচার করা না হলে মুসলমানরা ঘরে বসে থাকবে না। যতক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা থামবে না। মুসলমানরা জীবন দিতে রাজি, তবে রাসূল (স.) সম্মানে আঘাত হানতে দিবে না।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, মুহাম্মদ (স.) পৃথিবীতে রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। আজকে ভারতসহ সারা বিশ্বে রাসূল (স.) কে কটূক্তি ও মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে । অথচ জাতিসংঘ তা দেখেও চুপ করে বসে আছে। যদি জাতিসংঘ বিচার না করে এই জাতিসংঘ বেরিয়ে আসুন। কারণ, এই জাতিসংঘ মুসলমানদের কোনো কাজে আসছে না। নবি (স.) এর বিন্দুমাত্র কটূক্তি মেনে নেওয়া হবে না।
ইবি কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন বলেন, মুসলমান সব সহ্য করবে, তবে রাসূল (স.) এর অপমান সহ্য করবে না। আমাদের উচিত প্রতিবাদস্বরূপ ইন্ডিয়ার পণ্য বয়কট করা।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রুহুল আমিন বলেন, রাসূল (স.) এর কটূক্তিকারীদের বিষয়ে সারা ভারতের মুসলমানদের পাশাপাশি আজ সারাবিশ্বের মুসলমানরাও একত্রিত হয়েছেন। রাসূল (স.) এর অপমান কোনোভাবে মেনে নেওয়া হবে না।
শাকিল/সাএ
সর্বশেষ খবর