ভারতের বিজেপি বিধায়ক নীতেশ রানে এবং রামগিরি মহারাজের কর্তৃক নবী কারীম (সা.) কে নিয়ে কটূক্তি, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মা নামাজ শেষে বৃষ্টি পানি উপেক্ষা করে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইসলাম প্রিয় তাওহীদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রেদওয়ানুল কারীম রাবিদ।
এ সময় বক্তারা বলেন, নবী কারীম (সা.)নামে কটূক্তির তীব্র প্রতিবাদ জানাই। ভারত সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে বিজেপি বিধায়ক নীতেশ রানে এবং মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। বক্তারা আরো বলেন, আমাদের প্রিয় নবি কারীম (সা.)নামে কটূক্তি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর