ছাত্র-জনতার জুলাই বিপ্লবে ওপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য’ নামের শিক্ষার্থীদের একটি প্লাটফর্ম।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা দেশের সব স্তরে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টাকারীদের হুঁশিয়ারি দেন।
‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যের’ যুগ্ম আহ্বায়ক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজীম আহমেদ অর্ণব বলেন, আমরা দেখেছি ফ্যাসিবাদের জুলুম থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার জন্য সর্বমহলের মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে শামিল হয়েছিলেন। আন্দোলনে অনেক নিষ্পাপ ছোট ভাই-বোনদের জীবন দিতে হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন তাদের কণ্ঠস্বর একত্রিত করতেই আমাদের এ আয়োজন। সেইসঙ্গে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসররা গত ১৫ বছরে যত নিরপরাধ মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর