
শেরপুরের নালিতাবাড়ীতে ফজিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের নিজ বাড়ির আঙ্গিনার লিচু গাছের ডাল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজিলা বেগম ওই গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী।
সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান ফজিলা। এরই মধ্যে কোন এক সময় বাড়ির আঙ্গিনার লিচু গাছের ডালের সাথে গলায় রশি লাগিয়ে আত্মত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতা ও কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফজিলা বেগমের পরিবারের পক্ষ থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে। সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাছাড়া এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর