মেহেরপুরের গাংনীতে ফাতেমা খাতুন (১২) নামের এক মানুষিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করমদী গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গেলে সেখানে ডুবে তার মৃত্যু হয়। ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে পাঞ্জাব মণ্ডলের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষ করে চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে ফাতেমা খাতুনের মা ববিতা খাতুন সহ প্রতিবেশীরা পুকুরে খোজাখুজি শুরু করে এক পর্যায়ে ফাতেমা খাতুনকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয়রা সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর