
জয়পুরহাট সদর উপজেলার নারায়ণ পাড়া গ্রাম থেকে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মারুফ হোসেন নামে এক যুবকের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরেদহ উদ্ধার করে পুলিশ। নিহত মারুফ হোসেন (২৪) জয়পুরহাট সদর উপজেলার নারায়ণ পাড়া গ্রামের এমদাদুলের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, নিহত মারুফ হোসেন (২৪) জয়পুরহাট শহরে একটি ইলেকট্রিক দোকানের কর্মচারী। শুক্রবার ছুটির দিনে সে বাড়িতে ছিল এবং রাতে খাবার খেয়ে তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে মারুফের মা নাছিমা আক্তার ছেলের দরজার সামনে গিয়ে ডাকতে থাকে। কিছুক্ষণ ডাকার পরেও ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বাড়ির কয়েকজন মিলে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলানো অবস্থায় মারুফের মরদেহ দেখতে পায় । খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। মারুফের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে হওয়ার খবরে সে আত্মহত্যা করেছে বলে সকলের ধারণা।
মারুফের পিতা এমদাদুল বলেন, তার ছেলে মারুফ হোসেন জয়পুরহাট শহরের বিহারিপাড়া এলাকায় একটি ইলেকট্রিক দোকানে কাজ করত। শুক্রবার রাতে আমরা পরিবারের সবাই একসাথে রাতের খাবার খাই। এরপর রাত ১২টার দিকে মারুফ তার নিজ ঘরে ঘুমানোর জন্য যায়। আজ শনিবার সকাল পৌনে ৬টার দিকে মারুফের মা তাকে ডাক দেয়। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া পাওয়া না গেলে ঘরের দরজায় সজোরে ধাক্কা দিলে খুলে যায়। এরপর দেখা যায় মারুফ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ছেলে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে এমন খবর জানা নেই বলে জানান পিতা এমদাদুল ।
জামালপুর ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম বলেন, মারুফের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির অন্যত্র বিয়ের খবরে অভিমান করে হয়ত গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে । ছেলেটি খুব ভাল ছিল। তার এমন মৃত্যুতে আমরা সকলেই শোকাহত।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সদর উপজেলার নারায়ণ পাড়া এলাকায় মারুফ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলেও মন্তব্য করেন ওসি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর