কুমিল্লা সীমান্তে ভারতে অবৈধভাবে মানব পাচারকারী সদস্য মো: আপন মিয়া (২২)সহ পাচারকারীসহ ৪জনকে আটক করেছে ব্যাটালিয়ন-৬০ (বিজিবি)। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল বিওপি টহল দল তাদেরকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।
গ্রেফতারকৃতরা হলো- মানব পাচারকারী মূল হোতা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল এলাকার নারায়নপুর গ্রামের মো: ফয়জে আহম্মেদের পুত্র মো: আপন মিয়া (২২)।
সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লিগাঁও বাজার এলাকার শতক বাজার গ্রামের আব্দুল মান্নানের পুত্র মামুন মিয়া (১৯), একই গ্রামের জয়তুন মিয়ার পুত্র মো: বজলুল আমিন (২০)। মৌলভি বাজার এলাকার শ্রীমঙ্গল উপজেলার নারায়নছড়া এলাকার নারায়নপুর গ্রামের মো: মনির মিয়ার পুত্র মোঃ তারিকুল ইসলাম (২২)। বাংলাদেশি নাগরিককে পাসপোর্টবিহীন অবস্থায় বিজিবি টহল দল আটক করে।
উক্ত আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি টহল দল প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে, মানব চোরাচালানকারীর সদস্য মোঃ আপন মিয়া এর সহায়তায় উল্লিখিত ৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ০৪টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে।
আটককৃত আপন মিয়া মানব চোরাচালানে সহায়তা করা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ এর চেষ্টা করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিলা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর