
নেত্রকোনার সীমাত্মবর্তী কলমাকাদা উপজেলার লেংগুড়ায় সীমাত্মবর্তী সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় বিজিবি ৩১ ব্যাটিলিয়ানের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সীমান্তের নিরাপত্তাসহ সব ধরনের চোরাচালান বন্ধ করণীয় সম্পর্কে সাংবাদিক ওস্থানীয় এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমাত্মবর্তী লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নেত্রকোণা ব্যাটালিয়ান-(৩১ বিজিবি) এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভার আয়োজন কর।
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নল এ এস এম কামরুজ্জামানের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মাোস্তাফিজুর রহমান।
অন্যদর মধ্য বক্তব্য রাখেন- কলমাকাদা উপজলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, ৩১ বিজিবি'র সহকারী পরিচালক আওয়াল হোসেন, কলমাকাদা থানার অফিসার ইনচার্জ মো. ফিরাজ হাসান, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মো. কিবরিয়া চৌধুরি হেলিম প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সেক্টর কমান্ডার কর্নেল সরকার মাস্তাফিজুর রহমান বলন, সীমাত্ম হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয় আনা এবং সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ কর যাচ্ছে। এই জন্য তিনি সাংবাদিক সহ সীমাত্তবর্তী এলাকার জনগনর সর্বাত্মক সহযোগিতা কামনা করন।
মতবিনিময় সভার আগে সীমাত্মবর্তী এলাকায় অসহায়, দরিদ্র জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পর উদ্বেধন করা হয়। এত প্রায় ৫ শতাধিক নারী পুরুষক ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
পরবর্তীতে বিজিবি জায়ানরা দুর্গম সীমাত্ম এলাকায় জীবনের ঝুঁকি নিয় কীভাবে দায়িত্ব পালন কর, তা জেলায় কর্মরত প্রিট ও ইলকট্রনিক মিডিয়ার সাংবাদিকদর সরজমিন পরিদর্শন করোনা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর