নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১১টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, বাজারের কয়েকজন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৩ টার দিকে বাজারের পাইকারি ব্যবসায়ী তৌহিদ মিয়ার মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে।
আগুনে পাশের নজরুলের মনোহরি পাইকারি দোকান, তৌহিদ এর মনোহারী পাইকারি দোকান, বাবুল মাস্টার এর রড সিমেন্টের দোকান, নয়নের রড সিমেন্টের দোকান, সাদ্দাম এর মনোহারী পাইকারি গুদাম ঘর, রুপক কুমার অধিকারীর লাইব্রেরি ও বাসা, আনিসুর রহমান হার্ডোয়্যার এর দোকান, হাজী নয়ন মিয়ার রড টিন সিমেন্ট এর দোকান, রেজনীন সুলতানার ফ্যামিলি বাসা, হাজী খোরশেদ পাইকারি মনোহরী দোকান, রাজন বসাক খাবার হোটেল পুড়ে ছাই হয়ে যায়।
কিছুক্ষণ পর খবর পেয়ে কেন্দুয়া, নেত্রকোণা সদর, ময়মনসিংহ সদর ও গৌরিপুর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নেত্রকোনার জেলা প্রশাসক মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে ৭০০০/ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত পাইকারি ব্যবসায়ীরা দাবি করেন, ‘আগুনে তাদের সবারই কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।’
কেন্দুয়া সদর ফায়ার সার্ভিস স্টেশন আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো তদন্তাধীন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর