
সাতক্ষীরায় বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসার মঞ্চ। বিকেলে নগরঘাটা ইউনিয়নের গাবতলা এলাকায় একশো পরিবারের মাঝে চাউল ও সবজি বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ভালোবাসার মঞ্চের সদস্য প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম। সকলের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংগঠনটির জেলা শাখার সভাপতি আকরামুল ইসলাম সাধারণ ও সম্পাদক আব্দুল মতিন।
তারা বলেন, বৃষ্টি ও বাঁধ ভাঙা পানিতে তলিয়ে গেছে তালা উপজেলার অধিকাংশ অঞ্চল। সকলকে অসহায় হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমজাদ হোসেন, ভালোবাসার মঞ্চের সদস্য আবু সাঈদ, ওলিউজ্জামান, সোহাগ হোসেন, ইয়ারুল, শাহিদুর রহমান, শিক্ষক হামিদুল খাঁন, তোহা খান, জহুর হোসেন সাগরসহ আরও অনেকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর