
নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাসিয়াল উত্তরপাড়া মোল্যা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ হাসিব মোল্যা ও মিকাইল মোল্যা নামের দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতার হাসিব মোল্যা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজিরহাট গ্রামের মো.বেলাল মোল্যার ছেলে ও মো.মিকাইল মোল্যা নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে শেখ ও মোল্যা পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শেখ পক্ষের মিলন শেখ খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে মোল্যা পক্ষের লোকজনের বিরুদ্ধে।
এরপর শুক্রবার রাত ৯টা ৪৫মিনিটের দিকে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ঢাল, ২টি ফুলকুচি, ১টি রামদা, ১টি চাপাতি ও ৮টি সুরকী উদ্ধার করে।
এ ঘটনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের নামে নড়াগাতী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর