
সাতক্ষীরার শ্যামনগরে ডি জিএ ফআ ই এর তথ্যের ভিত্তিতে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামের হরিতলা পূজা মণ্ডপ থেকে ২০০ গজ দূরে ময়লা ঝোপের ভিতর থেকে এগুলো উদ্ধার হয়।
তথ্যানুসন্ধানে জানা যায়, ডি জি এ ফ আ ই এর শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হরিতলা পূজা মণ্ডপ সংলগ্ন এলাকায় কিছু গোলাবারুদ লুকানো আছে। তথ্যের যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে সেনাবাহিনীর সহযোগিতা নেন ডি জি এ ফআ ই এর দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন। পরে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. মুজফিক এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প ও ডি জি এ ফআ ই যৌথভাবে অভিযান করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৫০ পিচ শর্ট গানের গুলি ও ০৪ রাউন্ড ৭.৬২ এম এম চাইনিজ গুলি সর্বমোট ৫৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত গোলাবারুদ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যান সেনাবাহিনী।
উল্লেখ্য, গত ৫ই জুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতন হলে দেশের বিভিন্ন থানায় লুটপাট ও অগ্নি সংযোগ হয়। শ্যামনগর থানাতে ও সেদিন লুটপাট ও অগ্নি সংযোগ হয়েছিল। ধারণা করা হচ্ছে শ্যামনগর থানা থেকে হারিয়ে যাওয়া গোলাবারুদ এগুলো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর