
বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ তুলে রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সামনে ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। ওই শিক্ষকের নাম মাহবুবুল হক। সে প্রদর্শক (কৃষি শিক্ষা) দায়িত্ব পালন করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ শিক্ষকে মাহবুবুল হক বিভিন্ন প্রকার অপকর্ম, অসদাচারণ ও ছাত্রীদের ডেকে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা বলে। যা আমাদের শিক্ষাজীবনকে চরম বিভ্রান্তিকর করে তুলেছে। এই প্রেক্ষাপটে আমাদের কলেজে উপস্থিতির সংখ্যা অনেক কমে গেছে। এসব অভিযোগ তুলে গত ২২ সেপ্টেম্বর রোববার ১৯জন ছাত্রীর স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইউএনও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানকেও অবগত করেছে। কিন্তু ৭দিন হলেও আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই ওই শিক্ষকের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। এবং পদত্যাগের দাবিও জানান।
অবরোধকারী শিক্ষার্থী জানান, শিক্ষক আমাদের পিতার সমতুল্য সেই শিক্ষক দিয়ে যদি আমরা ইভটিজিং এ স্বীকার হয়। তাহলে আমরা কোথায় গিয়ে আশ্রয় পাব। তাই বিচারের দাবিতে আমরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয়, তারা জানান, শিক্ষক মাহবুবুল হক শিক্ষক প্রতিনিধি হয়েছেন। এ নিয়ে শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্ব নিয়েই তাকে ফাঁসানোর জন্য শিক্ষার্থীদের ব্যবহার করছে তারা।
এ বিষয় অভিযুক্ত শিক্ষক মাহবুবুল হক জানান, আমি এমন কাজ কখনো করিনি। এটা একটি ষড়যন্ত্র। কিছু শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদেরকে উসকে দিচ্ছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার আমাকে বলেছেন শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে অসদাচারণ করছে। সঙ্গে সঙ্গে আমি ইউএনও স্যারকে নিয়ে এর ব্যবস্থা গ্রহণ করতে চাইছি। কিন্তু স্যারের বদলি হওয়াতে বসা হয়নি। এরমধ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর