বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী জয়পুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতা হায়দার আলী পলাশকে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গোপন সংবাদে খবর পেয়ে জেলা শহরের আরামনগর এলাকা থেকে সোমবার দুপুরে হায়দার আলী পলাশকে গ্রেফতার করা হয়। সে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিশ্বাসপাড়া মহল্লার নুরুল ইসলামের ছেলে। পলাশ স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক।
ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট পৌরসভার সাবেক (সদ্য বিলুপ্ত) কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতা হায়দার আলী পলাশসহ অন্যান্য আসামিরা গত ৪ আগস্ট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড় এলাকায় রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা করে।
এ হামলায় বিজনেস ম্যানেজম্যন্ট ইন্সটিটিউটের শিক্ষার্থী মিনকুল হোসেন সহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মো. মিনকুল হোসেন বাদী হয়ে ১১ সেপ্টেম্বর ৩২৮ জনের নাম উল্লেখ সহ ৩০০ হতে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।
পলাশকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর