পার্বত্যাঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর শান্তি, শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ ভূজপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও অন্তত ৫০০ শতাধিক অসহায়, হত-দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও কৃষিপণ্য (সার-বীজ) বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব পুনর্বাসন সহায়তা প্রদান করেন।
এছাড়াও ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। পুনর্বাসন সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল তাজুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীসহ সামরিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর