‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির সহযোগিতায় সভাকক্ষ তেপান্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টি আইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক। উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ, শিক্ষার্থী, শিক্ষক, সনাক, এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রান বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ হলো একমাত্র আইন, যেখানে জনগণ এই আইনটি সরকার বা কর্তৃপক্ষের জবাবদিহির অন্যতম একটি হাতিয়ার হিসেবে কাজ করে। তাই উপজেলার দপ্তরসমূহকে তথ্য অধিকার আইন ২০০৯ এর বাস্তবায়ন ও তথ্যের উন্মুক্ততা প্রকাশের স্বার্থে নিয়মিত তথ্য বাতায়ন হালনাগাদ করার জন্য পরার্মশ দেন। এছাড়া তিনি নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অফিস ও থানার সকল তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর