তিন কার্যদিবসের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুণ-অর-রশিদের বিরুদ্ধে মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে "ক্যাম্পাস হোক নারীর নিরাপদ আবাস স্থান" শীর্ষক এক মানববন্ধনে এসব কথা জানান তারা।
এছাড়া নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত "নারী নিরাপত্তা সেল” কার্যকর করার দাবিও জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, "এই মানববন্ধন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই আগামী তিন কার্য দিবসের মধ্যে আমরা এর তদন্ত রিপোর্ট চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে যেন সর্বত্র শাস্তি প্রদান করা হয়। অতীতেও আমরা তদন্ত কমিটি দেখেছি কিন্তু কোন তদন্ত রিপোর্ট দেখিনি। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।"
শিক্ষার্থীরা আরো বলেন, "ক্যাম্পাসে বহিরাগতরা অবাধে বিচরণ করছে। আমরা শিক্ষার্থীরা এই পরিবেশে নিরাপদ নয়। নারী শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে নিরাপদে চলাচল করতে পারে সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, সম্প্রতি অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদের বিরুদ্ধে যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগ করেছে মালয়েশিয়ার নারী শিক্ষার্থী। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলমকে আহ্বায়ক এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর