
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওই হলে বৃক্ষরোপণ কর্মসূচিটি পালন করা করা।
ওইসময় উপস্থিত ছিলেন আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলম মিয়া, হাউজ টিউটর, সাধারণ শিক্ষার্থী ও হলের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় অধ্যাপক ড. আলম মিয়া বলেন, আশরাফুল হক হলে কয়েকদিন আগে একটি টুর্নামেন্ট হলো ছাত্রদের, সেখানে পুরস্কার বিতরণের সাথে সাথে গাছের চারাও উপহার দিয়েছিলো, সে চারা আজকে আমাদের সাথে মিলে রোপণ করেছে। এটি অত্যন্ত ভালো কাজ, পরিবেশবান্ধব কাজ, আশা করি তারা এরকম সৃষ্টিশীল-সৃজনশীল কাজ করবে।
তিনি আরও বলেন, এ কাজের মাধ্যমে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের যে বিপর্যয় হচ্ছে সেটা থেকে আস্তে আস্তে উত্তরণ করতে পারবো। ছাত্ররা যে কাজটা করছে সেটা অত্যন্ত প্রশংসনীয় আশা করি ভবিষ্যতে আমরা আরও কিছু গাছ লাগাবো এখানে।এটা একটা ভালো উদ্যোগ। আশরাফুল হক হলের যে পুরনো ঐতিহ্য সে ঐতিহ্যে ফিরে আসবে এবং ছায়াঘেরা বৃক্ষরাজি দিয়ে আশরাফুল হক হল সঞ্চিত থাকবে সেটাই আমরা আশা করি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর