
ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন সাময়িকভাবে বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দূতাবাস থেকে বেশকিছু কর্মকর্তাকে দেশে ফিরিয়ে নেয় ভারত। পরে ভিসা সেন্টার খুললেও ভিসা পেতে বিলম্ব হওয়ার অভিযোগ করেন বাংলাদেশি ভিসাপ্রার্থীরা।
ভিসা পেতে দেরি হওয়ায় ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভও করেন অনেকে। এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা এবং বিশেষ প্রয়োজন ব্যতীত বাংলাদেশিদের আপাতত ভিসা দেয়া হবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভিসা ইস্যুতে বলেছেন, ‘আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের বারতে গণমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার চালু রয়েছে। তবে এখনই সবাইকে ভিসা দেয়া হচ্ছে না। শুধুমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যাবেন তাদেরই জরুরি ভিত্তিতে ভিসা দেয়া হচ্ছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর