নেত্রকোনার দুর্গাপুরে ২৪০ বোতল ভারতীয় মদ সহ এক প্রাইভেটকার আটক করেছে ছাত্র-জনতা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে এসব আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকার (মেট্রো গ ১৭-৫১১৯) স্থানীয় এক ব্যক্তিকে আহত করে বেপরোয়া গতিতে পালাতে থাকে। ওই সময় প্রাইভেটকারটিকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা ধাওয়া করলে পৌরশহরের সাধুপাড়া এলাকার সরকারি হাসপাতাল সংলগ্ন রাস্তায় ফেলে গাড়ির লোকজন পালিয়ে যায়।
সে সময় গাড়ির ভিতরে মদ দেখে শিক্ষার্থীরা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীরা তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল মদ উদ্ধারসহ চালক বিহীন প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জব্দকৃত মদ ও প্রাইভেটকারটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর