জয়পুরহাটে জাল নোট ছাপানো বিভিন্ন সরঞ্জামাদিসহ ওই চক্রের মূলহোতা আরাফাত ও সহযোগী আহসান নামে দুই জন কে সোমবার রাত সোয়া ১২ টার সময় গ্রেপ্তার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
জাল নোট ছাপানো হচ্ছে গোপনে এমন তথ্যে জেলা শহরের বর্মনপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় ৩৫ হাজার ৯শ টাকার জাল নোট এবং জাল নোট ছাপানোর প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার ও জাল নোট ছাপানো চক্রের মূলহোতা কালাই উপজেলার মূলগ্রামের আনিছুর রহমানের ছেলে মোঃ আরাফাত আজিজুল হক (২০) এবং তার সহযোগী জাল নোট ছাপানো চক্রের সক্রিয় সদস্য ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকার আল আমিন রিপনের ছেলে আহসান উল্লাহ রিয়াদ (১৬) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী আরাফাত ও রিয়াদ দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরী ও বিপণন ব্যবসার সাথে জড়িত। তারা আসন্ন শারদীয় দুর্গা পূঁজা উপলক্ষ্যে জাল নোট তৈরী করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে আসল টাকা হিসেবে চালিয়ে দিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত বলে জানা যায়। জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল নোট সিন্ডিকেটের মাধ্যমে বিতরণ করা হতো বলেও তারা জানায়।
জাল নোট তৈরি ও সরবরাহকারী সন্ডিকিটেরে অন্যান্য সদস্যদরে ধরতে র্যাব-৫, সপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পরে গোয়ন্দো কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদরেকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ প্রতিনিধিকে জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর