কুমিল্লার দাউদকান্দিতে মাদকসহ মো. শরীফ নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে তার কাছ থেকে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪টি ইয়াবা সেবন ফয়েল পেপার ও ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮ টার দিকে দাউদকান্দি উপজেলার সবজিকান্দি নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটক করে। আটক হওয়া ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর